তিনি শুক্রবার হামাসের পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়া এবং ইসলামি জিহাদ আন্দোলনের সেক্রেটারি জেনারেল জিয়াদ আন-নাখালার সঙ্গে কথা বলেন।
ইরানি মন্ত্রী প্রতিরোধ নেতাদের বিরুদ্ধে ‘টার্গেটেড কিলিং মিশন’ ও ‘বর্বরোচিত আগ্রাসনের’ জন্য ইহুদিবাদী ইসরাইলের তীব্র নিন্দা জানান। তিনি বলেন, ইহুদিবাদীরা ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে স্বাভাবিক প্রক্রিয়ায় পেরে না উঠে এখন বেপরোয়া আচরণ করছে।
আমির-আব্দুল্লাহিয়ানের সঙ্গে ফোনালাপে ইসমাইল হানিয়া বলেন, ইসরাইলি হামলা মোকাবিলার করার জন্য প্রতিরোধ আন্দোলনগুলো সম্পূর্ণ প্রস্তুত রয়েছে।তিনি ফিলিস্তিনিদের পক্ষে জোরালো অবস্থান নেয়ার জন্য ইরানের প্রতি কৃতজ্ঞতা জানান। হামাস নেতা হানিয়া স্পষ্ট করে বলেন, প্রতিরোধ আন্দোলনই ইহুদিবাদীদের আগ্রাসনের ভবিষ্যত নির্ধারণ করবে এবং ইসরাইল সরকারের সামনে আত্মসমর্পণ ছাড়া আর কোনো পথ অবশিষ্ট থাকবে না।
ইরানি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফোনালাপে জিয়াদ আন-নাখালা বলেন, ফিলিস্তিনি সংগঠনগুলোর দেয়া যুদ্ধবিরতির শর্ত তেল আবিব মেনে না নেওয়া পর্যন্ত ইহুদিবাদী ইসরাইলের সঙ্গে কোনো যুদ্ধবিরতি মেনে নেয়া হবে না।#
342/