এদিকে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, শেখ হাসিনা ও তাঁর ছোট বোন শেখ রেহানা নিরাপদ স্থানে চলে গেছেন। শেখ হাসিনা যাওয়ার আগে একটি ভাষণ রেকর্ড করে যেতে চেয়েছিলেন। তিনি সে সুযোগ পাননি। এদিকে পথে পথে ছাত্র জনতার উল্লাস দেখা যাচ্ছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা দেশ ছাড়ার পর গণভবনে ঢুকে পড়েছে অসংখ্য মানুষ। মিছিল নিয়ে গণভবনের ভেতরে ঢুকে পড়েন তাঁরা।আজ সোমবার বেলা আড়াইটার পরে তাঁরা গণভবনের ভেতরে ঢুকে পড়েন। গণভবনের মাঠে তাঁদের হাত উঁচু করে উল্লাস করতে দেখা গেছে। তাঁরা স্লোগান দিচ্ছেন। বেলা সাড়ে তিনটার দিকে তাঁদের অনেককে গণভবনে ব্যবহৃত বিভিন্ন জিনিস নিয়ে বেরিয়ে আসতে দেখা যায়।
কোটা সংস্কার আন্দোলন এক মাসের ঘটনাপ্রবাহে গত শনিবার (৩ আগস্ট) সরকারপ্রধান শেখ হাসিনার পদত্যাগের এক দফা দাবিতে রূপ নেয়। এরপর গতকাল রোববার (৪ আগস্ট) আন্দোলনকারীরা সর্বাত্মক অসহযোগ কর্মসূচি পালন করেন। এ দিন সারা দেশে নানামুখী সংঘর্ষে ১৪ পুলিশ সদস্যসহ শতাধিক মানুষ মারা গেছেন।
342/