এদিকে আজ থেকে জনপ্রশাসন মন্ত্রণালয় ঘোষিত তিনদিনের সাধারণ ছুটি চলছে। একইসঙ্গে গতকাল সন্ধ্যা ৬টা থেকে সারা দেশে অনির্দিষ্টকালের জন্য কারফিউ চলছে।
আর গতকাল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ কর্মসূচি ঘিরে সহিংসতায় সারা দেশে সংঘর্ষ-সহিংসতায় অন্তত ৯৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৪ পুলিশ সদস্য রয়েছেন।
আহত হয়েছেন কয়েক শ’ মানুষ। এ ছাড়া বিভিন্ন স্থাপনায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
342/