ইসরাইলি গণমাধ্যম হাইয়ুম কয়েকটি সূত্রের বরাত দিয়ে গতকাল (বৃহস্পতিবার) বলেছে, সামরিক বাহিনী থেকে কর্মকর্তাদের চলে যাওয়ার এই ধারা অব্যাহত থাকলে ২০২৫ সালে আরো বেশি সংখ্যক কর্মকর্তা চাকরি ছাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
রিপোর্টে বলা হয়েছে, যদিও মাত্র পাঁচজন লেফটেন্যান্ট কর্নেল নন কম্ব্যাট পজিশন ছেড়ে গেছে তবে এ ঘটনা এই ইঙ্গিত দিচ্ছে যে, ২০২৫ সালে সব পর্যায়ে চাকরি ছাড়ার প্রবণতা বাড়বে। খবরে আরো বলা হয়েছে, জুনিয়র অফিসারদের মধ্যেও এই সংকট ছড়িয়ে পড়েছে। যুদ্ধক্ষেত্রে যারা দায়িত্ব পালন করছে তাদের মধ্যে ইউনিট কমান্ডাররা পর্যন্ত তাদের চাকরি অব্যাহত রাখার বিষয়ে প্রশ্ন তুলছে।
যখন গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসন চলছে তখন সামরিক বাহিনীর শীর্ষ পর্যায়ে চাকরি ছাড়ার এসব ঘটনা দখলদার বাহিনীর যুদ্ধ-প্রস্তুতিকে হুমকির মুখে ফেলেছে। এতে ইসরাইলের সামরিক কমান্ড বিস্মিত বলে উল্লেখ করা হয়েছে। সামরিক কমান্ড মনে করছে, গাজা উপত্যকায় যুদ্ধবিরতি হলে ইসরাইলি বাহিনী থেকে বহুসংখ্যক কর্মকর্তা ও সাধারণ সেনা চাকরি ছেড়ে চলে যাবে। পার্সটুডে#
342/