পার্সটুডে- চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র 'চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন' শিরোনামে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরণের প্রতিবেদন বিশ্বের জন্য হুমকি।

২২ ডিসেম্বর ২০২৪ - ১৮:১৮
আমরা বিভিন্ন ধরণের অস্ত্র তৈরির আধুনিক প্রযুক্তি অর্জন করেছি: আনসারুল্লাহ

ইয়েমেনে অব্যাহত মার্কিন ও ব্রিটিশ আগ্রাসন, ভুল করে নিজ বিমানে মার্কিন সেনাদের ক্ষেপণাস্ত্র হামলা, আমেরিকা ও ইসরাইলকে মোকাবেলা করার জন্য আনসারুল্লাহর দৃঢ় অবস্থান, পাকিস্তানে সেনা বাহিনীর ওপর সন্ত্রাসী হামলা, রাশিয়ার নতুন অত্যাধুনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র, বেইজিং ও ওয়াশিংটনের মধ্যে মনস্তাত্বিক যুদ্ধ এবং ইরানের সামরিক মহড়া প্রভৃতি বিষয়ে এখানে বিস্তারিত তুলে ধরছি:

হুদাইদা প্রদেশে আমেরিকা ও ব্রিটিশ সেনাদের হামলা

আল-মায়াদিন টিভি চ্যানেল জানিয়েছে, ইয়েমেনের রাজধানী সানায় বেশ কয়েকটি প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এই টিভি চ্যানেলের প্রতিবেদক আরও যোগ করেছেন যে সানার আকাশে যুদ্ধবিমান উড়ার শব্দও শোনা গেছে। এছাড়াও, ইয়েমেনের আল-মাসিরাহ চ্যানেল আজ সকালে ওই দেশটির পশ্চিমে হুদাইদা প্রদেশের আল-হিয়াহ শহরের মাউন্ট আল-জাদিয়ায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং ব্রিটেনের নতুন করে হামলার কথা জানিয়েছে।

সেন্টকম জানিয়েছে মার্কিন যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে

ইউএস সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে ঘোষণা করেছে যে, লোহিত সাগরের উপর ভুল করে আমেরিকার একটি যুদ্ধবিমানকে ভূপাতিত করা হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড জানিয়েছে, এফ/এ-১৮ হর্নেট মডেলের বিমানটি ভুলবশত গাইডেড মিসাইল ক্রুজার ইউএসএস গেটিসবার্গের হামলায় আক্রান্ত হয়।

আনসারুল্লাহ: ইসরাইল ও আমেরিকার সাথে আমাদের যুদ্ধ চলছে

আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক কার্যালয়ের একজন সদস্য ঘোষণা করেছেন যে ইসরাইল ও মার্কিন সরকারের সাথে আমাদের প্রকাশ্য যুদ্ধ আরো জোরেসরে চলবে। ইসনার মতে, ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর সদস্য হাজাম আল-আসাদ বলেছেন: 'আমরা বিভিন্ন ধরণের অস্ত্র তৈরির জন্য আধুনিক প্রযুক্তি অর্জন করেছি এবং আমরা সেগুলো প্রকাশ করব।' আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক ব্যুরোর এই সদস্য শনিবার বলেছেন, 'সানা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখবে এবং ইয়েমেন যে হামলা চালাচ্ছে তা আমেরিকা ও ইসরাইল সরকারের উপর নেতিবাচক প্রভাব ফেলবে।'

সন্ত্রাসী হামলায় ১৬ জন পাকিস্তানি সেনা নিহত হয়

পাকিস্তানি সেনাবাহিনী ঘোষণা করেছে যে দক্ষিণ ওয়াজিরিস্তানে নিরাপত্তা বাহিনীর অবস্থানের ওপর সন্ত্রাসী হামলায় ১৬ জন সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তানি সেনাদের পাল্টা হামলায় ৮ হামলাকারীও নিহত হয়েছে। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ বিভাগের বিবৃতিতে বলা হয়েছে, দেশের উত্তর-পশ্চিমে দক্ষিণ ওয়াজিরিস্তানে অবস্থিত মার্কিন সেনা বাহিনীর নিরাপত্তা পোস্টে সন্ত্রাসী গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তানের সদস্যরা হামলা চালিয়েছে।

রাশিয়ার অত্যাধুনিক ওরেশনিক ক্ষেপণাস্ত্র সামরিক প্রযুক্তিতে একটি বিপ্লব

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক বিবৃতিতে বলেছেন যে "ওরেশনিক" নামে রাশিয়ার নতুন সুপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিশ্বের সমস্ত অস্ত্রের চেয়ে এগিয়ে রয়েছে। তিনি আরো বলেছেন, যদিও এই ক্ষেপণাস্ত্রটি পারমাণবিক অস্ত্র বহনযোগ্য নয়, তবে এটা একটা বিরাট ও নিশ্চিত বিপ্লব।

বেইজিং: আমেরিকার প্রতিবেদন বৈশ্বিক নিরাপত্তার জন্য হুমকি

চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র 'চীনের সামরিক ও নিরাপত্তা উন্নয়ন' শিরোনামে চলতি বছর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের প্রতিবেদন প্রকাশের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের এ ধরণের প্রতিবেদন বিশ্বের জন্য হুমকি।

তাসনিমের মতে, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক প্রতিবেদনের প্রতিক্রিয়ায় চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ঝাং জিয়াওগাং বলেছেন: মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয় চীনের সামরিক ও নিরাপত্তা সংক্রান্ত প্রতিবেদনে চীনের প্রতিরক্ষা নীতিকে বিকৃত করেছে। উন্নয়ন এবং বেপরোয়াভাবে চীনের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ তুলে তিনি আরো বলেছেন: এই প্রতিবেদনের মাধ্যমে চীনা সেনাবাহিনীর ভাবমূর্তি নষ্ট করার চেষ্টা করা হয়েছে এবং গুজব ও অপবাদ ছড়িয়ে তথাকথিত "চীনা সামরিক হুমকি"র বিষয়টি তুলে ধরা হয়েছে। ঝাং জিয়াও গাং মার্কিন সামরিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে বলেছেন: যুক্তরাষ্ট্র নিজের সামরিক ও অর্থনৈতিক শ্রেষ্ঠত্বের অপব্যবহার করে অন্য দেশের ওপর নিজেদের নীতি চাপিয়ে দিচ্ছে এবং চাপ সৃষ্টি করছে।

ইরানে প্রচলিত যুদ্ধের মহড়া

ইরানি সেনাবাহিনীর স্থল বাহিনীর ডেপুটি কমান্ডার সেনাবাহিনীর স্থল বাহিনীর সামরিক মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। এই মহড়াগুলো ৬ থেকে ৯ মাস মেয়াদে পরিচালিত হয়। মেহর বার্তা সংস্থা জানিয়েছে, আমির নেমাতি প্রচলিত যুদ্ধের ক্ষেত্রে এই বাহিনীর কর্মকাণ্ড সম্পর্কে এক সাক্ষাত্কারে বলেছেন: সেনাবাহিনীর স্থল বাহিনী বর্তমানে প্রচলিত যুদ্ধের বিশিষ্ট ব্যক্তিদের অভিজ্ঞতা ব্যবহার করছে। আমির নেমাতি বলেন, এই বাহিনী প্রচলিত যুদ্ধের ক্ষেত্রে সৈন্যদের মনোবল বাড়ানোর চেষ্টা করছে। #