পার্সটুডে এ তথ্য জানিয়েছে।
তাতে বলা হয়েছে, "ঈসা (আ.) যদি আজ আমাদের মাঝে থাকতেন, তাহলে তিনি জুলুম ও সাম্রাজ্যবাদের নেতাদের বিরুদ্ধে লড়াই করতে এক মুহূর্তও দ্বিধা করতেন না। আধিপত্যবাদীদের সৃষ্ট যুদ্ধ, সহিংসতা ও দুর্নীতির কারণে বিশ্বে শত শত কোটি মানুষের ওপর চেপে বসা ক্ষুধা ও বাস্তুচ্যুতি তিনি সহ্য করতেন না।"
গতকাল ২৫ ডিসেম্বর বুধবার ছিল হজরত ঈসা (আ.)'র পবিত্র জন্মদিন।#
342/