এইচটিএস নেতা আহমেদ আল-শারা ওরফে আল-জোলানির নেতৃত্বে গঠিত সিরিয়ার অন্তর্বর্তী সরকারের অন্যতম সদস্য মোহাম্মদ আবদুর রহমান গত বুধবার এক বিবৃতিতে জানান, তাহরির আল-শাম সন্ত্রাসী গোষ্ঠীর নির্দেশে স্বঘোষিত জননিরাপত্তা বিভাগের ১৪ জন সদস্য তার্তুস প্রদেশের উপকণ্ঠে একটি অতর্কিত হামলায় নিহত হয়েছে।
পার্স টুডে জানিয়েছে, আবদুর রহমান নিশ্চিত করেছেন যে, এই অতর্কিত হামলায় ১০ সশস্ত্র সদস্য আহত হয়েছে। তিনি দাবি, এই অতর্কিত হামলাটি চালিয়েছে সিরিয়ার সাবেক সরকারের অবশিষ্ট বাহিনী।
সিরিয়ার বিরোধীদের সাথে সম্পর্কিত সূত্রগুলো জানিয়েছে যে, উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরে অবস্থিত আলাভি জনগোষ্ঠীর একটি মাজারে হামলার প্রতিক্রিয়ায় যখন বিক্ষোভ চলছে, তখন তারা তার্তুস প্রদেশে তাহরির আল-শাম গোষ্ঠীর নেতৃত্বে গঠিত স্বঘোষিত জননিরাপত্তা বিভাগের ২৪ জন সদস্যকে হতাহত করেছে।
সিরিয়ার সূত্রগুলো জানায়, বাশার আসাদ সরকারের পতনের পর সিরিয়ার বিভিন্ন অঞ্চলে আইএসআইএসসহ সন্ত্রাসী গোষ্ঠীগুলোর গতিবিধি বেড়ে গেছে। সূত্রগুলো আরও জানিয়েছে, সিরিয়ার ডি-ফ্যাক্টো নেতা আবু মোহাম্মদ আল-জোলানি নীরবতার কারণে সন্ত্রাসীরা বেসমারিক নাগরিকদের হত্যা ও অপহরণ করছে।
গত ২৭ নভেম্বর সিরিয়ার উত্তরাঞ্চলীয় আলেপ্পো শহরের নিয়ন্ত্রণ নেয় সশস্ত্র গোষ্ঠী হায়াত তাহরির আশ-শাম বা এইচটিএস। পরবর্তীতে ৮ ডিসেম্বর তাদের হাতে দামেস্কের পতন ঘটে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদ দেশত্যাগ করতে বাধ্য হন।#
342/