পার্সটুডে- ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের রাজনৈতিক দপ্তরের সদস্য মোহাম্মাদ আল বুখাইতি ইহুদিবাদী ইসরাইলের হিট লিস্ট প্রকাশের প্রতিক্রিয়ায় বলেছেন, আমরা আল্লাহ ছাড়া কাউকে ভয় করি না এবং আমরা তাঁর কাছে কেবল শাহাদাতের মৃত্যু কামনা করি।

৩১ ডিসেম্বর ২০২৪ - ১৬:১৬
ইসরাইলি হিট লিস্টের প্রতিক্রিয়ায় ইয়েমেনের আনসারুল্লাহ নেতা: আমরা শহীদ হতে চাই

দখলদার ইসরাইল ইয়েমেনি নেতাদের ছবি দিয়ে যে হিট লিস্ট তৈরি করেছে সেটা প্রকাশ করে মোহাম্মাদ আল বুখাইতি তার এক্স পেজে লিখেছেন, আমরা শহীদ হতে চাই। পার্সটুডে এই খবর প্রকাশ করেছে।

আনসারুল্লাহ নেতা মোহাম্মাদ আল বুখাইতি আরও লিখেছেন, আমরা আমেরিকা, ব্রিটেন এবং ইহুদিবাদী ইসরাইলকে জানিয়ে দিতে চাই আমাদের প্রতিশোধ নেওয়ার ক্ষমতা ও সাহস দুটিই আছে এবং আমরা তোমাদের সামরিক কমান্ডার ও রাজনৈতিক নেতাদের লক্ষ্যবস্তু করব, যেসব টার্গেটে আমরা আঘাত করব সেগুলোর তালিকা করা আছে। বল এখন তোমাদের কোর্টে।

ইয়েমেনি নেতাদের ছবিসহ একটি তালিকা প্রকাশ করে ইসরাইলি গণমাধ্যম জানিয়েছে, এসব ব্যক্তি বৈধ লক্ষ্যবস্তু। ইসরাইলি গণমাধ্যম বলছে, এসব ব্যক্তিকে সরকার হিট লিস্টে স্থান দিয়েছে অর্থাৎ তাদেরকে হত্যা করা হবে।#

342/