ইরাকি বার্তা সংস্থা আল-মা’লুমাহ গতকাল (রোববার) খবর দিয়েছে, জঙ্গি গোষ্ঠী দায়েশের সহযোগিতায় মার্কিন সামরিক বহর সিরিয়ার পূর্বাঞ্চলীয় দেইর আজ-জোর মরুভূমির ভেতরে ৪০ কিলোমিটার পর্যন্ত অগ্রসর হয়েছে। পার্সটুডে জানিয়েছে, ওই মরুভূমিতে দায়েশ জঙ্গিরা মোতায়েন থাকা সত্ত্বেও তাদের পক্ষ থেকে কোনো ধরনের হামলা বা প্রতিবন্ধকতার শিকার না হয়েই ১৩টি সাঁজোয়া যানের মার্কিন সামরিক বহরটি এই অগ্রাভিযান চালিয়েছে।
মার্কিন সামরিক কনভয় এমন সময় দায়েশ সন্ত্রাসীদের পাশ দিয়ে চলে যায় যখন দু’পক্ষের মধ্যে একটি গুলিও বিনিময় হয়নি। সন্ত্রাসীরা যেমন মার্কিন সেনাদের তাকিয়ে তাকিয়ে দেখেছে তেমনি দখলদার সেনারাও সন্ত্রাসীদের কিছু বলেনি।
গত দুই সপ্তাহে যখন সিরিয়ার কয়েক ডজন সৈন্য গুম ও খুনের শিকার হয়েছেন তখন দখলদার মার্কিন সেনারা দায়েশ সন্ত্রাসীদের সবুজ সংকেত নিয়ে তাদেরই নিয়ন্ত্রিত এলাকায় অবাধে বিচরণ করছে।
এর আগে সিরিয়ার একাধিক সূত্র জানিয়েছে, সিরিয়ার চলমান ঘটনাবলীর শতকরা ৯০ ভাগই এখন গণমাধ্যমে প্রকাশিত হয় না। এসব সূত্র জানাচ্ছে, সিরিয়ার বিভিন্ন এলাকায় বিশেষ করে ভূমধ্যসাগর উপকূলীয় এলাকায় সংখ্যালঘুদের বিরুদ্ধে সন্ত্রাসীদের নির্যাতন ও নিপীড়ন ব্যাপকভাবে বেড়ে গেছে। আল-মা’লুমাহ বার্তা সংস্থার বরাত দিয়ে ইরানি বার্তা সংস্থা মেহর জানিয়েছে, সিরিয়ায় বর্তমানে প্রতি ১০ মিনিটে একটি খুন, গুম কিংবা ডাকাতির ঘটনা ঘটছে। এর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিদিনই কোথাও না কোথাও বিক্ষোভ মিছিল হচ্ছে। আগামী দিনগুলোতে এইচটিএসের বিরুদ্ধে এ ধরনের বিক্ষোভ সারাদেশে ছড়িয়ে পড়বে বলে ধারনা করা হচ্ছে। #
342/