আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): খুলনায় প্রথমবারের মতো শিয়া ও সুন্নি সম্প্রদায় একত্রে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (সা:) এবং ঐক্য সপ্তাহ পালন করেছে। এ উপলক্ষে আয়োজন করা হয় একটি বিশাল আনন্দ মিছিল, যা যৌথভাবে আয়োজন করেন সম্মিলিত ওলামায়ে কেরাম, খুলনা এবং আঞ্জুমান-এ-পাঞ্জাতানী। মিছিলে নেতৃত্ব দেন বিশিষ্ট ইসলামিক ব্যক্তিত্ব মওলানা ইব্রাহিম ফায়জুল্লাহ এবং খুলনা ইসলামি শিক্ষা কেন্দ্রের অধ্যক্ষ হুজ্জাতুল ইসলাম মওলানা সৈয়দ ইব্রাহিম খলিল রাজাভি।#
১৬ সেপ্টেম্বর ২০২৪ - ১৩:৫০
News ID: 1485706