ইসলামি প্রজাতন্ত্র ইরানের জনদরদী ও নিরলস পরিশ্রমী রাষ্ট্রপতি আয়াতুল্লাহ্ সাইয়্যেদ ইবরাহীম রাইসি ও তার সফর সঙ্গীবৃন্দের মর্মান্তিক শাহাদাতের প্রেক্ষিতে রাজশাহীতে বিশেষ স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

৫ জুন ২০২৪ - ০৩:০৯
রাজশাহীতে আয়াতুল্লাহ সাইয়্যেদ ইব্রাহিম রাইসি’র স্মরণে শোকসভা (সচিত্র)

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): স্থানীয় সময় দুপুর ১ টায় শুরু হয়ে অনুষ্ঠান বিকেল ৪টা পর্যন্ত অব্যাহত থাকে। প্রফেসর ড. এফ এম এ এইচ তাকীর (সাবেক ডীন কলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়) সভাপতিত্বে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন শাহাবুদ্দিন মাশায়েখি রাদ, কান্ট্রি ডাইরেক্টর, আল মুস্তফা ইউনিভার্সিটি, ঢাকা; বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রফেসর ড. মো. ফজলুল হক, সাবেক ডীন, কলা অনুষদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন: আমি আপনাদের মাঝে এসেছি শোক পালন করতে। কেন দেশের প্রেসিডেন্ট মারা গেলে সরকারীভাবে শোক প্রকাশ করা হয় কিন্তু ইরানের প্রেসিডেন্ট মারা যাওয়ার কারণে বিভিন্ন জাতি শোক প্রকাশ করেছে। আপনারাও শোকাহত হয়েছেন। ইরানের প্রেসিন্ডেট এমন কি করেছেন যে বিভিন্ন জাতির অন্তরে স্থান করে নিয়েছেন। ইরানী জাতীর জন্য রাইসি অনেক কিছু করেছেন সেই কারণে জাতি তাকে স্মরণ করছে। কিন্তু আপনাদের জন্য কি করেছে যে আপনারা শোকাহত। সাধারণ মানুষকে এ প্রশ্ন করলে উত্তর পাওয়া যাবে রাইসি শুধু ইরানের জনগণের নেতা ছিলেন না বরং তিনি সারা বিশ্বের মজলুমদের একজন নেতা ছিলেন।

এছাড়া এতে বক্তব্য রাখেন, ড. মাহফুজুর রহমান আখন্দ, প্রফেসর ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ

রাজশাহী বিশ্ববিদ্যালয়; প্রফেসর ড. মো. শফিউল্লাহ, বিভাগীয় প্রধান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ রাজশাহী বিশ্ববিদ্যালয়; ড. এম শামীম খান, প্রফেসর (অব.), ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; ড. মো. কামাল উদ্দিন, প্রফেসর, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগ, রাজশাহী বিশ্ববিদ্যালয়; রুহুল আমীন প্রমানিক, সম্পাদক, সূফি ফাউন্ডেশন, রাজশাহী; মোঃ আব্দুল মান্নান, বিশিষ্ট মুক্তিযোদ্ধা, রাজশাহী মহানগর, মুক্তিযোদ্ধা কমান্ডার; শেখ আলী আকবর, পরিচালক, মুহাম্মাদ আমিন সা. ফারসি শিক্ষাকেন্দ্র, রাজশাহী; ১. মো. আলী নওয়াজ খান; প্রশিক্ষণ, সংস্কৃতি ও যোগাযোগ বিষয়ক প্রধান, আল মোস্তফা সাঃ আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, ঢাকা দফতর; ড. মো. মাঈন উদ্দিন, ডাইরেক্টর এ্যাডমিন ডি এল সি; প্রফেসর আ.জ.ম. মনিরুল ইসলাম; রসায়ন বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী।#১৭৬