পবিত্র ঈদে মীলাদুন্নাবী (স.) ও ইসলাম ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশেষ ওয়েবিনার আগামিকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে।

১৭ সেপ্টেম্বর ২০২৪ - ১৯:৪৩
ঈদে মীলাদুন্নাবী (স.) ও ইসলামি ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশেষ ওয়েবিনার

আহলে বাইত (আ.) বার্তা সংস্থা (আবনা): আশুরা ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের উদ্যোগে আয়েজিত পবিত্র ঈদে মীলাদুন্নাবী (স.) ও ইসলাম ঐক্য সপ্তাহ উপলক্ষে বিশেষ ওয়েবিনার আগামিকাল বুধবার অনুষ্ঠিত হতে যাচ্ছে।

 বাংলায় অনুষ্ঠিত এ ওয়েবিনারে শিয়া ও সুন্নি মাযহাবের বিশিষ্ট ওলামায়ে কেরাম বক্তব্য রাখবেন।

এতে বক্তব্য রাখবেন হুজ্জাতুল ইসলা সাইয়্যেদ এহসান হুসাইন হুসাইনি, মাওলানা ড. সাইয়্যেদ এমাদুদ্দীন, হুজ্জাতুল ইসলাম ড. আব্দুল হান্নান ইমামি, মাওলানা ড. মুহাম্মাদ ফারুকি এবং মাওলানা মুফতি হাফিজ আর-রাহমান।

ওয়েবিনারটি পরিচালনা করবেন হুজ্জাতুল ইসলাম ড. এম আব্দুল কুদ্দুস বাদশা।

ওয়েবিনারটি আগামিকাল ১৮ই সেপ্টেম্বর ২০২৪, বাংলাদেশ সময় রাত ৮:৩০ মিনিটে এবং মক্কার সময় বিকেল ৫:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ওয়েবিনারে জয়েন করতে নীচের *গুগল মিট* লিংকে ক্লিক করুন

https://meet.google.com/hqm-opcx-ovm

অথবা গুগল মিট ওপেন করে hqm-opcx-ovm -এই কোডডটি ব্যবহার করুন।#