প্রথম আলোর সংবাদ প্রতিবেদন : ট্রাম্পের কি আর জেলে যেতে হবে ?
এ প্রতিবেদন নিয়ে কিছু কথা : মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) গণতন্ত্রের (ডেমোক্রেসি) প্রকট এক বৈশিষ্ট্য যে : মামলা নিষ্পত্তি হওয়ার আগেই আসামী প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে ও জিততে পারেন । যদি এই আসামী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফৌজদারি মামলার রায়ে দোষী ও অপরাধী সাব্যস্ত ( মাহকূম ) হয় তাহলে কী হবে ? সেকি প্রেসিডেন্ট গিরি করতে পারবে নাকি সে আর প্রেসিডেন্ট থাকতে পারবে না ? একগাদা ফৌজদারি মামলার নিষ্পত্তি ও ফয়সালার আগে অভিযুক্ত ব্যক্তি কিভাবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি ও অনুমোদন পায় ? তার মানে মাযুরায় ( মার্কিন মুল্লুক বা উল্লুক সম মগের মুল্লুক) চোর চোট্টা বদমাইশ লুচ্চা লম্পট দাগী আসামীও প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী ও নির্বাচিত হতে পারে এমনকি জেলে বসেও ?!! এখন ট্রাম্পের বিরুদ্ধে রায় হলেও নাকি ট্রাম্পকে জেলে যেতে হবে না ?!! অপরাধী প্রেসিডেন্ট হওয়ার কারণে অপরাধ করা সত্ত্বেও আদালতের রায় ওর( ট্রাম্প ) বিরুদ্ধে কি দেওয়া হবে না ?!!
মাযুরার গণতন্ত্রে দাগী আসামী অপরাধীও প্রেসিডেন্ট হয়ে যেতে পারে ?!!
এখান থেকে বোঝা যায় যে মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) বিচার বিভাগ মোটেও স্বাধীন নয় বরং ক্ষমতাদর্পী শক্তিশালীদের নিয়ন্ত্রিত ও আজ্ঞাবহ।
এমন আজব গণতন্ত্র পৃথিবীর আর কোথাও আছে ?!
এ কেমন গণতন্ত্র ? চোর - চোট্টা তন্ত্র ছাড়া আর কিছু কি ?!!
আর মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) নির্বাচনে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় এবং এ কারণে মাযুরার ( মার্কিন মুলুক ) গণতন্ত্র হচ্ছে আসলে সবচেয়ে ব্যয়বহুল গণতন্ত্র যা আসলে ধনীদের ধনতন্ত্রের সেবক বা গোলাম বা চাকর ছাড়া আর কিছু নয় । অতএব ধনী পূঁজি পতিরাই এ তন্ত্রের ( মার্কিন গণতন্ত্র) কলকাঠি নাড়ে ।
তাহলে মার্কিন মুলুক বা মাযুরার গণতন্ত্র শেষমেশ কী দাঁড়াল?! একটা প্রকাণ্ড অশ্বডিম্ব মাকাল ফল !!!
মাযুরার ( মার্কিন মুলুক) জনগণের আক্কেল পছন্দই বা কেমন ? !!
তারা বহু মামলার আসামীকে নিজেদের প্রেসি নির্বাচিত করে বসল !!!
ট্রাম্পের মতো লোককে যারা নিজেদের প্রেসি নির্বাচিত করে তারাও তো আসলে ট্রাম্পের মতোই বদমাইশ, লুচ্চা , লম্পট অপরাধী , দুর্নীতি পরায়ণ ও
দুর্নীতিগ্রস্ত !!!
আমি বলছি না যে মার্কিন মুলুক বা মাযুরার সবাই খারাপ । কিন্তু নি: সন্দেহে ঐ উল্লুক মার্কা মুল্লুকের অধিকাংশ জনগণই ট্রাম্পের মতোই।
তাই মাযুরা অর্থাৎ মার্কিনীদের সমাজ , সভ্যতা , সংস্কৃতি , রাষ্ট্র , সরকার , রাজনীতি ও গণতন্ত্রের তারিফ , প্রশংসা , স্তুতি ও জয়গান গেয়ে কোন লাভ নেই। আর পশ্চিমা রোল মডেল ও গণতন্ত্র যার শীর্ষে রয়েছে মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) গণতন্ত্র তা যে কোনো দেশে প্রয়োগ করা হলেই ফল হবে মাযুরার ( মার্কিন মুল্লুক বা উল্লুক ) গণতন্ত্রের অনুরূপ বা ওর চাইতেও নিকৃষ্ট কিছু ।
মাযুরার গণতন্ত্র তো আমরা আগেই বলেছি তা সবচেয়ে ব্যয়বহুল চোট্টা তন্ত্র দুর্নীতি পরায়ন ধনীদের নিয়ন্ত্রিত তন্ত্র। আমাদের দেশের মতো দেশগুলোর গণতন্ত্র দেখুন যা আসলে পাশ্চাত্য থেকে আমদানি কৃত সেটার আজ কত ধ্বজভঙ্গ করুণ দশা !!! এ গণতন্ত্রের সূতিকাগার পাশ্চাত্যেই গণতন্ত্র মারাত্মক ডায়রিয়ার ব্যামোয় আক্রান্ত। এখনতো পাশ্চাত্যে খাঁটি গণতন্ত্র (আদদীমুক্রাতিয়াতুল খালেসাহ্ বা পিউর ডেমোক্রেসি) নেই যেটা আছে সেটা তো লিবারেল ডেমোক্রেসি বা উদার গণতন্ত্র। উদার গণতন্ত্রে যে যত বেশি পয়সা ঢালবে সে নির্বাচনে জিতবে। আর সম্ভবতঃ পয়সা বেশি ঢাললে তাকেই তো পয়সা ঢালা ও উজার করার ক্ষেত্রে উদার মহৎ দাতা ও দানশীল বলা হয় । তাই না ? আর পয়সা কারা ঢালতে পারে ? বড় বড় কর্পোরেট পুঁজিপতিরাই তা পারে । তাহলে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও পদপ্রার্থীদের পিছনে নির্বাচনে অঢেল পয়সা ঢালে ও খরচ করে । এত উদার তারা ?!!! হ্যাঁ, তবে তারা ব্যবসায়ী ; আর ব্যবসায়ীরা পয়সা অর্থ খরচ করে না বরং ইনভেস্ট করে বিনিয়োগ করে । তাহলে তারা নির্বাচনের খরচ ও ব্যয়ভার বহন করছে নাকি রাজনীতিতে পয়সা অর্থ ইনভেস্ট ( বিনিয়োগ) করছে ?!! রাজনীতিতে বিনিয়োগের অর্থ নির্বাচনের খরচা বাবদ রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে ভদ্র ও বৈধভাবে উৎকোচ ( ঘুষ ) দেওয়া আর কি । যাতে ঐ সব জন - গণ নির্বাচিত প্রতিনিধি সরকারী মসনদে আসীন হয়ে জন স্বার্থ দেখার চাইতে কর্পোরেট পুঁজিপতি বিনিয়োগকারীদের স্বার্থকেই অগ্রাধিকার দেয় ও দেখে বেশি । তাহলে ধনতন্ত্র ও গণতন্ত্রের একটা অ্যামালগাম ( সংকর ) গঠিত হয়েছে পাশ্চাত্যে যার নাম দেওয়া যেতে পারে ' ধগতন্ত্র ( ধনগণতন্ত্র ) যা আসলে লিবারেল ডেমোক্রেসি ( উদার গণতন্ত্র বা সংক্ষেপে উগতন্ত্র) । তাহলে ধগতন্ত্র ও উগতন্ত্র একই জিনিষ যা মাযুরায় ( উল্লুক মার্কা মার্কিন মুল্লুক ) পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছে এবং আর কিছু দিনের মধ্যে বহু ফৌজদারি মামলার আসামী ট্রাম্প যার দায়িত্ব ভার গ্রহণ করবে।
মুহাম্মদ মুনীর হুসাইন
প্রথম আলোর সংবাদ প্রতিবেদন : ট্রাম্পের কি আর জেলে যেতে হবে ?
এ প্রতিবেদন নিয়ে কিছু কথা :
মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) গণতন্ত্রের (ডেমোক্রেসি) প্রকট এক বৈশিষ্ট্য যে : মামলা নিষ্পত্তি হওয়ার আগেই আসামী প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশ গ্রহণ করতে ও জিততে পারেন । যদি এই আসামী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ফৌজদারি মামলার রায়ে দোষী ও অপরাধী সাব্যস্ত ( মাহকূম ) হয় তাহলে কী হবে ? সেকি প্রেসিডেন্ট গিরি করতে পারবে নাকি সে আর প্রেসিডেন্ট থাকতে পারবে না ? একগাদা ফৌজদারি মামলার নিষ্পত্তি ও ফয়সালার আগে অভিযুক্ত ব্যক্তি কিভাবে প্রেসিডেন্ট নির্বাচনে অংশগ্রহণ করার অনুমতি ও অনুমোদন পায় ? তার মানে মাযুরায় ( মার্কিন মুল্লুক বা উল্লুক সম মগের মুল্লুক) চোর চোট্টা বদমাইশ লুচ্চা লম্পট দাগী আসামীও প্রেসিডেন্ট নির্বাচনে পদপ্রার্থী ও নির্বাচিত হতে পারে এমনকি জেলে বসেও ?!! এখন ট্রাম্পের বিরুদ্ধে রায় হলেও নাকি ট্রাম্পকে জেলে যেতে হবে না ?!! অপরাধী প্রেসিডেন্ট হওয়ার কারণে অপরাধ করা সত্ত্বেও আদালতের রায় ওর( ট্রাম্প ) বিরুদ্ধে কি দেওয়া হবে না ?!!
মাযুরার গণতন্ত্রে দাগী আসামী অপরাধীও প্রেসিডেন্ট হয়ে যেতে পারে ?!!
এখান থেকে বোঝা যায় যে মাযুরার (মার্কিন যুক্তরাষ্ট্র) বিচার বিভাগ মোটেও স্বাধীন নয় বরং ক্ষমতাদর্পী শক্তিশালীদের নিয়ন্ত্রিত ও আজ্ঞাবহ।
এমন আজব গণতন্ত্র পৃথিবীর আর কোথাও আছে ?!
এ কেমন গণতন্ত্র ? চোর - চোট্টা তন্ত্র ছাড়া আর কিছু কি ?!!
আর মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) নির্বাচনে বিশ্বে সবচেয়ে বেশি অর্থ খরচ করতে হয় এবং এ কারণে মাযুরার ( মার্কিন মুলুক ) গণতন্ত্র হচ্ছে আসলে সবচেয়ে ব্যয়বহুল গণতন্ত্র যা আসলে ধনীদের ধনতন্ত্রের সেবক বা গোলাম বা চাকর ছাড়া আর কিছু নয় । অতএব ধনী পূঁজি পতিরাই এ তন্ত্রের ( মার্কিন গণতন্ত্র) কলকাঠি নাড়ে ।
তাহলে মার্কিন মুলুক বা মাযুরার গণতন্ত্র শেষমেশ কী দাঁড়াল?! একটা প্রকাণ্ড অশ্বডিম্ব মাকাল ফল !!!
মাযুরার ( মার্কিন মুলুক) জনগণের আক্কেল পছন্দই বা কেমন ? !!
তারা বহু মামলার আসামীকে নিজেদের প্রেসি নির্বাচিত করে বসল !!!
ট্রাম্পের মতো লোককে যারা নিজেদের প্রেসি নির্বাচিত করে তারাও তো আসলে ট্রাম্পের মতোই বদমাইশ, লুচ্চা , লম্পট অপরাধী , দুর্নীতি পরায়ণ ও
দুর্নীতিগ্রস্ত !!!
আমি বলছি না যে মার্কিন মুলুক বা মাযুরার সবাই খারাপ । কিন্তু নি: সন্দেহে ঐ উল্লুক মার্কা মুল্লুকের অধিকাংশ জনগণই ট্রাম্পের মতোই।
তাই মাযুরা অর্থাৎ মার্কিনীদের সমাজ , সভ্যতা , সংস্কৃতি , রাষ্ট্র , সরকার , রাজনীতি ও গণতন্ত্রের তারিফ , প্রশংসা , স্তুতি ও জয়গান গেয়ে কোন লাভ নেই। আর পশ্চিমা রোল মডেল ও গণতন্ত্র যার শীর্ষে রয়েছে মাযুরার ( মার্কিন যুক্তরাষ্ট্র) গণতন্ত্র তা যে কোনো দেশে প্রয়োগ করা হলেই ফল হবে মাযুরার ( মার্কিন মুল্লুক বা উল্লুক ) গণতন্ত্রের অনুরূপ বা ওর চাইতেও নিকৃষ্ট কিছু ।
মাযুরার গণতন্ত্র তো আমরা আগেই বলেছি তা সবচেয়ে ব্যয়বহুল চোট্টা তন্ত্র দুর্নীতি পরায়ন ধনীদের নিয়ন্ত্রিত তন্ত্র। আমাদের দেশের মতো দেশগুলোর গণতন্ত্র দেখুন যা আসলে পাশ্চাত্য থেকে আমদানি কৃত সেটার আজ কত ধ্বজভঙ্গ করুণ দশা !!! এ গণতন্ত্রের সূতিকাগার পাশ্চাত্যেই গণতন্ত্র মারাত্মক ডায়রিয়ার ব্যামোয় আক্রান্ত। এখনতো পাশ্চাত্যে খাঁটি গণতন্ত্র (আদদীমুক্রাতিয়াতুল খালেসাহ্ বা পিউর ডেমোক্রেসি) নেই যেটা আছে সেটা তো লিবারেল ডেমোক্রেসি বা উদার গণতন্ত্র। উদার গণতন্ত্রে যে যত বেশি পয়সা ঢালবে সে নির্বাচনে জিতবে। আর সম্ভবতঃ পয়সা বেশি ঢাললে তাকেই তো পয়সা ঢালা ও উজার করার ক্ষেত্রে উদার মহৎ দাতা ও দানশীল বলা হয় । তাই না ? আর পয়সা কারা ঢালতে পারে ? বড় বড় কর্পোরেট পুঁজিপতিরাই তা পারে । তাহলে তারা রাজনৈতিক নেতৃবৃন্দ ও পদপ্রার্থীদের পিছনে নির্বাচনে অঢেল পয়সা ঢালে ও খরচ করে । এত উদার তারা ?!!! হ্যাঁ, তবে তারা ব্যবসায়ী ; আর ব্যবসায়ীরা পয়সা অর্থ খরচ করে না বরং ইনভেস্ট করে বিনিয়োগ করে । তাহলে তারা নির্বাচনের খরচ ও ব্যয়ভার বহন করছে নাকি রাজনীতিতে পয়সা অর্থ ইনভেস্ট ( বিনিয়োগ) করছে ?!! রাজনীতিতে বিনিয়োগের অর্থ নির্বাচনের খরচা বাবদ রাজনৈতিক দল ও নেতৃবৃন্দকে ভদ্র ও বৈধভাবে উৎকোচ ( ঘুষ ) দেওয়া আর কি । যাতে ঐ সব জন - গণ নির্বাচিত প্রতিনিধি সরকারী মসনদে আসীন হয়ে জন স্বার্থ দেখার চাইতে কর্পোরেট পুঁজিপতি বিনিয়োগকারীদের স্বার্থকেই অগ্রাধিকার দেয় ও দেখে বেশি । তাহলে ধনতন্ত্র ও গণতন্ত্রের একটা অ্যামালগাম ( সংকর ) গঠিত হয়েছে পাশ্চাত্যে যার নাম দেওয়া যেতে পারে ' ধগতন্ত্র ( ধনগণতন্ত্র ) যা আসলে লিবারেল ডেমোক্রেসি ( উদার গণতন্ত্র বা সংক্ষেপে উগতন্ত্র) । তাহলে ধগতন্ত্র ও উগতন্ত্র একই জিনিষ যা মাযুরায় ( উল্লুক মার্কা মার্কিন মুল্লুক ) পূর্ণ মাত্রায় বিকশিত হয়েছে এবং আর কিছু দিনের মধ্যে বহু ফৌজদারি মামলার আসামী ট্রাম্প যার দায়িত্ব ভার গ্রহণ করবে।
ইসলামী চিন্তাবিদ এবং গবেষক হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন মুহাম্মদ মুনীর হুসাইন খান
342/