ইরানের কৃষি উন্নয়ন মন্ত্রী কিরগিজস্তানের পশু চিকিৎসায় প্রয়োজনীয় ওষুধ ও ভ্যাকসিন সরবরাহে প্রস্তুতির কথা ঘোষণা করেছেন।

১০ নভেম্বর ২০২৪ - ১৮:৫৩
কিরগিজস্তানকে পশু চিকিৎসার ওষুধ ও ভ্যাকসিন দিতে প্রস্তুত ইরান: কৃষিমন্ত্রী

মন্ত্রী গোলামরেজা নুরি তেহরানে কিরগিজ রাষ্ট্রদূত সি ডিকফের সাথে এক বৈঠকে বলেছেন, ইরানের রাজি ভ্যাকসিন অ্যান্ড সিরাম ইনস্টিটিউট কিরগিজস্তানের পশু চিকিৎসার জন্য প্রয়োজনীয় ওষুধের একটা বড় অংশই সরবরাহ করতে সক্ষম।  

ইরানের কৃষিমন্ত্রী ইরান-কিরগিজস্তান সহযোগিতা কমিশনের ১৪তম বৈঠকের আয়োজনকে তেহরান ও বিশকেকের মধ্যে সম্পর্ক সম্প্রসারণের একটি ভালো সুযোগ হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে তিনি এর আগে স্বাক্ষরিত চুক্তিগুলোর বাস্তবায়ন সম্পন্ন করার ওপর জোর দিয়েছেন।

আন্তর্জাতিক ফোরামে ইরান ও কিরগিজস্তানের মধ্যে সমন্বয় দুই দেশের মধ্যে সহযোগিতার প্রমাণ বলে তিনি উল্লেখ করেন।  

ইরানের মন্ত্রী আরও বলেন, পশু চিকিৎসার ওষুধের পাশাপাশি ইরান কৃষি যন্ত্রপাতি এবং আধুনিক সেচ ব্যবস্থা স্থাপনেও সহযোগিতা করতে প্রস্তুত রয়েছে।#  

342/