জায়নবাদীদের কাটা ঘাঁয়ে নূনের ছিটা দিয়ে দক্ষিণ অঞ্চলে ফিরছে লেবানিজরা / কেন জায়নবাদীরা যুদ্ধবিরতিতে সম্মতি হলো? (ভিডিও)
যুদ্ধ বিরতির পর থেকে দক্ষিণ লেবানন, বুকা’ ও বৈরুতের দ্বাহিয়া অঞ্চলের জনগণ তাদের বসত ভিটায় ফিরতে শুরু করেছে। এতে যেন জায়নবাদীদের কাটা ঘাঁয়ে নূনের ছিটা পড়েছে।
৩০ নভেম্বর ২০২৪ - ০৫:১৪
News ID: 1509402