রাজনীতির জগতে নৃশংসতা ও নির্দয়তা আর নির্মম চরিত্রের জন্য কুখ্যাত ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বেশিরভাগ সিদ্ধান্ত আসে এক নারীর কাছ থেকে। সহিংসতা-প্রিয় এই নারী তারই স্ত্রী সারা নেতানিয়াহু।
ইসরাইলি দৈনিক হারেৎজ-এর সিনিয়র বিশ্লেষক তাসফি বারিয়েল এ প্রসঙ্গে বলেছেন, সারা নেতানিয়াহুই এখন ইসরাইলের সিদ্ধান্ত-গ্রহণকারী কেন্দ্রগুলোর নিয়ন্ত্রণ গ্রহণ করেছেন এবং বর্তমান যুদ্ধে আলোচনা, রাজনৈতিক ও নিরাপত্তাগত নিয়োগগুলোর নিয়ন্ত্রকও এখন এই সারা।
সারা ১৯৮০ থেকে ১৯৮৭ সাল পর্যন্ত 'কিব্বুতস' গ্রুপের এক ব্যক্তির স্ত্রী ছিলেন। তার সঙ্গে তালাক হয়ে যাওয়ার পর সারা এল আয়াল নামের এক বিমান কোম্পানিতে চাকরি নেন বিমানবালা হিসেবে। এই বিমানেই নেতানিয়াহুর সঙ্গে তার পরিচয় ঘটে এবং ১৯৯১ সালে তারা বিয়ে করেন এবং তাদের দুই পুত্র সন্তান রয়েছে।
জার্মান ইন্টারনেট-ভিত্তিক দৈনিক Suddeutsche Zeitung জানিয়েছে, অন্যান্য নারীরা যখন তাদের ক্ষমতাধর স্বামীর পাশে আকর্ষণীয় মুচকি হাসি ও কোমলতার জন্য খ্যাত তখন সারা নেতানিয়াহু এর ব্যতিক্রম। তিনি খ্যাতিমান সহিংসতা, অভদ্রতা ও বদমেজাজের জন্য! নেতানিয়াহুর বাসভবনের সাবেক সেবক সিলভি জিনিসিয়া সারা নেতানিয়াহুর স্বভাব সম্পর্কে বলেছেন, তিনি আমার সঙ্গে খারাপ আচরণ করতেন এবং তিনি চাইতেন আমি যেন প্রতিদিন তার পায়ে চুমু দেই!
সারা নেতানিয়াহুর গৃহকর্মীরা সাম্প্রতিক বছরগুলোতে এই নারীর বিস্ফোরক আচরণ সম্পর্কে সব সময়ই অভিযোগ করে আসছেন। এ পর্যন্ত কয়েকজন গৃহকর্মী আদালতে মামলা দায়ের করে নেতানিয়াহু পরিবারের কাছ থেকে ক্ষতিপূরণ আদায় করতে সক্ষম হয়েছেন।
তার বিরুদ্ধে বিচারবিভাগীয় সর্ব-সাম্প্রতিক মামলায় ইসরাইলি বিচারকরা সারা নেতানিয়াহুর সাম্প্রতিক কিছু আচরণ সম্পর্কে তদন্তের নির্দেশ দিয়েছে। এই আদেশ এমন সময় দেয়া হল যখন সারা ও তার স্বামী নেতানিয়াহুর দুর্নীতি মামলার একজন সাক্ষীকে সারা নিজে হুমকি দিয়েছেন বলে অভিযোগ করা হয়েছে। #
342/