পার্সটুডে- ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ইহুদিবাদী ইসরাইলের দখলকৃত অঞ্চলের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে তাদের ড্রোন হামলার কথা ঘোষণা করেছেন।

২৮ ডিসেম্বর ২০২৪ - ১৮:৪৪
ইসরাইলের দুটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে ইয়েমেনের ড্রোন হামলা

ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারিয়ি (বুধবার রাতে) এক বিবৃতিতে বলেছেন, গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে দখলদার ইসরাইলিদের অপরাধের জবাবে তাদের ড্রোন ইউনিট হামলা চালিয়েছে। 'ফাতহ আল-মুদ এবং পবিত্র জিহাদ' যুদ্ধের কাঠামোতে পঞ্চম পর্যায়ে, দুটি সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে।

পার্সটুডে জানিয়েছে, ইয়াহিয়া সারিয়ি এর বিবৃতি অনুযায়ী, প্রথম অপারেশন চালানো হয়েছে জাফ্ফা (তেল আবিব) এর অধিকৃত এলাকায় একটি গুরুত্বপূর্ণ এবং সংবেদনশীল ইহুদিবাদী কেন্দ্রে এবং দ্বিতীয় হামলা চালানো হয়, দখলকৃত একটি শিল্প এলাকায়। আশকেলনে এলাকা ড্রোন হামলার লক্ষ্যবস্তু করা হয়।

ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র তার বিবৃতিতে আরো বলেছেন, ইয়েমেনিরা গাজা উপত্যকায় গণহত্যাকারী ইহুদিবাদী শাসকের চলমান অপরাধের বিরুদ্ধে সামরিক অভিযান চালিয়ে যাচ্ছে এবং এই অভিযান তখনই বন্ধ হবে যখন গাজা উপত্যকায় হামলা বন্ধ করা হবে এবং তাদের অবরোধ তুলে নেওয়া হবে।

সাম্প্রতিক মাসগুলিতে, গাজা উপত্যকায় নিপীড়িত ফিলিস্তিনি জাতির প্রতিরোধের সমর্থনে, ইয়েমেনি সেনাবাহিনী ইহুদিবাদী শাসকের নৌ অবরোধ ছাড়াও ইসরায়েলি শাসকদের সামরিক কেন্দ্রগুলোতে হামলা চালিয়েছে।

 এ সম্পর্কে ইহুদিবাদী ইসরাইলের হিব্রুভাষার দৈনিক ইয়োদইয়ুত অহরোনোত (বুধবার) লিখেছে, ইয়েমেনের বিরুদ্ধে ইসরাইলের কোনো হুমকিই ইয়েমেনিদের তাদের অবস্থান থেকে পিছু হটাতে পারবে না। পত্রিকাটিতে জোর দিয়ে বলা হয়েছে, ইয়েমেনি ক্ষেপণাস্ত্র ইসরাইলিদের চোখের ঘুম কেড়ে নিয়েছে এবং তাদের দৈনন্দিন জীবনকে ব্যাহত করেছে।#

342/